আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের দায়িত্ব ও কর্তৃব্য:
ক) দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় সেনা বাহিনীকে সহায়তা করা।
খ) দেশের আইন সৃংখলা রক্ষার্থে সরকারী আইন সৃংখলা বাহীনিকে সাহায্য করা।
গ) স্বেচ্ছা সেবার কাজ করা।
ঘ) সামাজিক উন্নয়নের কাজ করা।
ঙ) জাতীয় ও স্থানীয় নির্বাচন ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা করা।
চ) অভ্যান্তরীন আইন শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা (পুলিশ) কে সহায়তা করা।
ছ) প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারী ও বেসরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা/ মালামালের নিরাপত্তা বিধান কল্পে পাহাড়ার কাজে নিয়োজিত।
পরিচিতি : আনসার শব্দটি আরবী, এর অর্থ সাহায্য কারী।
আ= আল্লাহ
ন= নবী
সা= সাহায্যকারী
র= রক্ষী
একত্রে- আল্লাহর নবীর সাহায্যকারী রক্ষী।
আনসার এর প্রতিষ্ঠা : ১৯৪৮ সালের ১২ ই ফেব্রুয়ারী।
ভিডিপি এর পতিষ্ঠা : ১৯৭৬ সালের ৫ জানুয়ারী।
উদ্দেশ্য : Village Defence Perty.
আনসার এর প্রকার : আনসার ৩ প্রকার।
১। আনসার ব্যাটালিয়ন
২। সাধারণ আনসার
৩। অঙ্গিভূত আনসার
প্রধান পরিচালক : আনসার বিডিপি,খিলগাও,ঢাকা।
নাম : মেজর জেনারেল বির বিক্রম হোসেন স্যারওয়ার্দী-এস.ডি.সি,বি. এস.সি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস