ঐতিহাসিক পটভূমিঃ
মাদারদহ নদের তীরে অবস্থিত এ-ইউনিয়ন। জনশ্রুতি আছে এই নদের তীরে বসতি স্থাপন হয় বহুকাল আগেই। নাম হয় নাংলা। বৃহত এ গ্রামের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয় নাংলা। এই ইউনিয়নটির উত্তরে কুলিয়া ইউনিয়ন, দক্ষিণে আদ্রা ইউনিয়ন, পশ্চিমে মাহমুদপুর ইউনিয়ন এবং পূর্বে পৌরসভা ও জামালপুর জেলা।
ক) নাম – ৪নং নাংলা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৭ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৫৭০৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৩ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা –সরকারী টি- নাই।
বেসরকারী ০৪ টি (১) চারাইলদার বাজার। (২) চিনিতোলা বাজার
(৩) বন্দরৌহা শাহীন বাজার (৪) নইলেঘাট গাবতলী বাজার।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –রিক্সা/অটো রিক্সা।
জ) শিক্ষার হার –92%।
শিক্ষা প্রতিষ্ঠান |
: |
১৬ টি |
উচ্চ বিদ্যালয় |
১টি |
হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয় |
প্রাথমিক বিদ্যালয় |
৯ টি |
সরকারীঃ ৬টি (১) ২৪নং নাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয় (২) গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (৩) বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (৪) চাড়াইলদার সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫) হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (৬) বন্দরৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয় রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৩টি (১) হরিপুর ভাটিপাড়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় (২) নটার কুড়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় (৩) নলকুড়ি রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়
|
মাদ্রাসা |
৫টি |
(১) জামিয়া ফারুকিয়া ইসলামিয়া নাংলা মাদ্রাসা (২) চাড়াইলদার জাহানারা হাবিব দাখিল মাদ্রাসা (৩) রুপসী হাটা দারুল উলুম কওমী মাদ্রাসা (৪) বাসুদেবপুর মজিদিয়া দারুল উলুম মাদ্রাসা (৫) আলহাজ আব্দুল কাইয়ুম মাদ্রাসা
|
হেফজ মাদ্রাসা |
১টি |
পাথালিয়া হেফজ মাদ্রাসা |
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –আলহাজ্ব জনাব মোঃ কিসমত পাশা
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৩ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৩/০১/২০২৩ইং
২) প্রথম সভার তারিখ – ২৮/০১/২০২৩ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ –
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস