এত দ্বার সকল কৃষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার দেশের সকল কৃষকের মাঝে কৃষি উপকরন সহায়তা কার্ড (২০১৪) বিতরনের কার্যক্রম গ্রহন করেছে। বিষরে তার জেলার উপ সহকারী কৃষি কর্মকতার মাধ্যমে স্হানিয় ইউনিয়ন পরিষদের সহায়তায়নিন্মোত্ত ছক ও শর্ত মোতাবেক রেজিষ্টারে তথ্যাদি সংরক্ষন করতঃ প্রাপ্তি স্বীকার পৃর্বক গ্রাম/ব্লক ওয়ারী কৃষকদের মাঝে কৃষি উপকরন সহায়তা কার্ড(২০১৪) সুষ্টু ভাবে বিতরন করা হবে।
শর্ত সমূহঃ
১। পুরাতন কার্ড ফেরৎ নিয়ে(প্রযোজ্য ক্ষেত্রে) যথাযথ সংরক্ষন করতে হবে।
২। সংশ্রিষ্ট এলাকার প্রত্যেক কৃষি পরিবার যাতে কার্ড প্রাপ্ত হয় তা নিশ্চিত করতে হবে।
৩। এক পরিবারে কোন ক্রমেই একাধিক কার্ড প্রধান করা যাবে না।
৪। কার্ড হারিয়ে গেলে তাৎক্ষনিক ভাবে উপজেলা কৃষি অফিসারকে অবহিত করতে হবে।
কৃষি উপকরন সহায়তা কার্ড(২০১৪) বিতরন ছকঃ
গ্রামঃ................ ব্লকঃ...............ওয়ার্ড নং...............ইউনিয়ন/ পৌরসভা....................
ক্রঃ নং | কৃষকের নাম | পিতা/স্বামীর নাম | জাতীয় পরিচয় পত্র নং | মোবাইল নং | কৃষি কার্ড নং | কৃষকের সাক্ষরও তারিখ |
০১ |
|
|
|
|
|
|
০২ |
|
|
|
|
|
|
০৩ |
|
|
|
|
|
|
আগামি ১৭-০৭-২০১৪ইং তারিখ হতে ২৫-০৭-২০১৪ইং তারিখ এর মধ্যে যোগাযোগ করুন।
বিঃ দ্রঃ বিস্তারিত তথ্যের জন্য এবং আপনার কৃষি উপকরন সহায়তা কাডর্টি পাবার জন্য স্বস্ব ব্রক্লের উপ সহকারী কৃষি কর্মকতার সাথে আজই যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস